সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব করিনা নিঃশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২০১৫। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী, সরকারি পলিটেকনিক স্কুল ও কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের আলী, লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আজিজুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মুহসীন আলী, জেল সুপার আবু জাহেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবালসহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোশফিকুর রহমান মিল্টন।



মন্তব্য চালু নেই