বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা মেয়ে শিশুদের ঝুঁকিমুক্ত করতে ‘শিক্ষাই প্রথম’

সাতক্ষীরায় বাল্যবিবাহকে লালকার্ড প্রদান অনুষ্ঠান

সাতক্ষীরায় বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা মেয়ে শিশুদের ঝুঁকিমুক্ত করার কার্যক্রমের অংশ হিসেবে ব্যতিক্রমী আয়োজন ‘শিক্ষাই প্রথম,বাল্যবিবাহকে লালকার্ড প্রদান’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে পাঁচ শতাধিক মেয়ে শিশু ও তাদের অভিভাবকরা অংশ নেয়।

বাল্য বিবাহকে লাল কার্ড অনুষ্ঠানে অংশ নেয়া মেয়ে শিশুদের একাংশ।
বাল্য বিবাহকে লাল কার্ড অনুষ্ঠানে অংশ নেয়া মেয়ে শিশুদের একাংশ।

এলাকার পঞ্চম শ্রেনীসহ মাধ্যমিক পর্যায়ের এসব মেয়ে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহনকে অগ্রাধিকার ও বাল্যবিবাহকে ‘না’ বলার দীপ্ত শপথ নেয়।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, নির্বাহী কর্মকর্তা শাহ আবদুল সাদী, সাতক্ষীরার প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ প্রমুখ।
বক্তারা বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা করেন এবং আইনগত বিষয়গুলি বিশ্লেষন করেন।
এর আগে মেয়ে শিশুদের শপথ পাঠ করান জেলা প্রশাসক নাজমুল আহসান নিজেই।
পরে সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ‘শিক্ষাই প্রথম, বাল্যবিবাহকে লালকার্ড প্রদান’ লেখাযুক্ত লালকার্ড প্রদর্শন করেন।সাতক্ষীরা



মন্তব্য চালু নেই