সাতক্ষীরায় বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির সভাপতি কমরেড বিমল বিশ্বাস।

মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে কেন্দ্রীয় সম্মেলন সম্পর্কে সাংবাদিকদের তিনি প্রেস বিফ্রিং করেন।

তিনি জানান, ১২ নভেম্বর সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ২৩টি জেলার প্রতিনিধিদের অংশগ্রহণে পাচঁ দফা দাবিকে সামনে রেখে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।

প্রেস বিফ্রিংয়ে জানানো হয়, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন জোরদার, জলাবদ্ধতা দূরীকরণ, খাসজমি খেতমুজর ভূমিহীনদের মাঝে বিতরণসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন এবার সাতক্ষীরায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেস বিফ্রিংয়ে এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সহ-সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, সংগঠনের জেলা শাখার সভাপতি অজিত কুমার রাজবংশী, সাধারণ সম্পাদক নির্ম্মল সরকার, জাতীয় কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, সদস্য অধ্যাপক সাবীর হোসেন, জেলা যুব মৈত্রীর সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি বিশ্বনাথ কয়াল, সাধারণ সম্পাদক দেবাশীষ মন্ডল, ওয়ার্কার্স পার্টির সদস্য ময়নুল হাসান প্রমুখ।



মন্তব্য চালু নেই