ইনোভেশন ইন পাবলিক সার্ভিস প্রকল্পের আওতায়

সাতক্ষীরায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

আব্দুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি : ‘ঘুচবে বেকারত্ব। একটি প্রশিক্ষণ, একটি কর্ম।’ শীর্ষক ইনোভেশন ইন পাবলিক সার্ভিস প্রকল্পের আওতায় ১০ দিন ব্যাপী দ্বিতীয় ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার দুপুর ২টায় সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী।

এসময় তিনি বলেন, ‘ একটি প্রশিক্ষণ, একটি কর্ম। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবেন। এখন মানুষ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে প্রতি মাসে অনেক টাকা উপার্জন করছে। বর্তমান বিশ্বে এ মুক্ত পেশার চাহিদা দিন দিন বাড়ছে। এজন্য ‘ঘুচবে বেকারত্ব। একটি প্রশিক্ষণ, একটি কর্ম।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকল প্রশিক্ষণার্থীদের এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।”

সমাপনী অনুষ্ঠানে আরা উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান, সাংবাদিক আব্দুর রহমান প্রমুখ। ২য় ব্যাচের এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশ গ্রহণকারী ২০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই