কেউ নিরীহ জনগনের ওপর পেট্রোল বোমা মেরে হত্যা করবে আর পুলিশ হাত গুটিয়ে থাকবে সেটি হবেনা

সাতক্ষীরায় পুলিশিং ফোরামের সমাবেশ এ্যাডিশনাল আইজিপি মোখলেসুর রহমান

বাংলাদেশ পুলিশের এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মো. মোখলেসুর রহমান বলেছেন, বিশ্বের কোথাও সন্ত্রাস সৃষ্টি করে, মানুষ হত্যা করে সরকার পরিবর্তন করা যায়নি। কেউ নিরীহ জনগনের ওপর পেট্রোল বোমা মেরে হত্যা করবে আর পুলিশ হাত গুটিয়ে থাকবে সেটি হবেনা। পুলিশ জনগনের সহায়তা নিয়ে সকল সন্ত্রাসীকে রুখে দেবে। যারা এদেশের শান্তি চায়না তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, খুলনা রেঞ্জের ডিআইজি এস.এম মনিরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি দিদার আহমেদ ও খন্দকার রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ, সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।

সমাবেশে জেলার ৭৮ টি ইউনিয়নের পুলিশিং ফোরামের প্রতিনিধি,  জনপ্রতিনিধি, ব্যবসায়িক প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।



মন্তব্য চালু নেই