সাতক্ষীরায় নারী সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সাতক্ষীরায় হত দরিদ্র, পাচারের স্বিকার ও নির্যাতিত নারী সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২টায় সি.ডব্লিউ.সি.এস সাতক্ষীরা শাখা’র আয়োজনে ও ফাউন্ডেশন ফি এর আর্থিক সহযোগীতায় ১০ জন প্রশিক্ষণার্থী নারীদে’র মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

সিডব্লিউসিএস সাতক্ষীরা বুথ ম্যানেজার রুহুল আমিনে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার তদন্ত কর্মকর্তা মোঃ আবুল হাশেম।

এসময় আরো বক্তব্য রাখেন সি.ডব্লিউ.সি.এস এর প্রোগ্রাম কো অর্ডিনেটর বুথ ম্যানেজার মারুফা সুলতানা, ট্রেইনার তারিন সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, ‘আমাদের সমাজের নির্যাতিত নারীদের সাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, নারী নির্যাতন, ইভটিজিংসহ বিভিন্ন সমস্যার সমাধানে সিডব্লিউসিএস সাতক্ষীরায় কাজ করে যাচ্ছে।

আগামী দিনে সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে এই কার্যক্রমকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা।’ অনুষ্ঠানে সিডব্লিউসিএস এর কর্মকর্তা, সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই