সাতক্ষীরায় ধান গবেষণা ইনস্টিটিউশনের বোরো ধানের কৌলিক মুল্যায়ন

সাতক্ষীরায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক প্রস্তাবিত ২০১৩-১৪ মৌসুমে বোরো ধানের ৪টি কৌলিক সারির প্রথম মাঠ মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় বুধহাটা ইউনিয়নের চিলেডাঙ্গা মৌজায় পরীামূলক প্রদর্শণী েেত মূল্যায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির বাস্তবায়নে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিঃ পরিচালক এ জে এম মমতাজুল করিম, বীজ প্রত্যয়ন এজেন্সী যশোর অঞ্চল রিজিওনাল ফিল্ড অফিসার ও মাঠ মূল্যায়ন দলের সদস্য সচিব পরেশ কুমার রায়, বিএডিসি যশোর বীজ বিপণন খুলনা বিভাগের যুগ্ম পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন, আঞ্চলিক ধান হবেষণা কেন্দ্র বেনেরপোতার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ হুমায়ুন কবীর, আরএআরএস যশোর এন্টোসলজী ডিভিশনের এসএসও মোঃ ইসহাকুল ইসলাম, প্যাথলজি ডিভিশনের এসও বাবুল আনোয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতীরার উপ-পরিচালক গনেশ চন্দ্র মণ্ডল, উপজেলা কৃষি অফিসার আশাশুনি কৃষিবিদ নূরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার দেবহাটা সুজন মজুমদার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মতিন উদ্দিন আহম্মেদ ও ব্লকে দায়িত্বপালনকারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউল হক জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষক গোলাম মাওলার েেত ধান কর্তন শেষে দেখা যায় প্রতি হেক্টর জমিতে ঠ-১ -এ ৬.৯৪ টন, ঠ-২ -এ ৬.৫১ টন ও ব্রি-৪৭, ঠ-৩ -এ ৬.৪ টন ফসল উৎপাদন হয়েছে।



মন্তব্য চালু নেই