সাতক্ষীরায় দুর্যোগ প্রস্তুতি কর্ম পরিকল্পনা প্রণয়ন সভা

জেলা পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি কর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লোকাল ক্যাপাসিটি বিল্ডিং এন্ড কমিউনিটি ইম্পাওয়ারমেন্ট (এলসিবিসিই) প্রোগ্রাম সাতক্ষীরা’র আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। দুযোর্গ প্রস্তুতি কর্ম পরিকল্পনা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মোঃ আসিফ ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন আলী, পৌর মেয়র এম এ জলিল, অধ্যক্ষ খাইরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক শেখ মুহসীন আলী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, ওয়ার্ড ভিশনের দুর্যোগ ও ঝুকি মোকাবেলা প্রকল্পের সমন্বয়কারী রেহানা তাসলিম মিঠু, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।



মন্তব্য চালু নেই