সাতক্ষীরায় দু’দিন ব্যাপী ফুটবল রিফ্রেসার্স কোর্স সম্পন্ন

সাতক্ষীরায় দু’দিন ব্যাপী ফুটবল রেফারী রিফ্রেসার্স কোর্স সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের আয়োজনে এ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফুটবল রেফারী রিফ্রেসার্স কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামুল হক। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শেখ নাসেরুল হক, আহম্মাদ আলী সরদার, কোষাধ্যক্ষ সাইদুর রহমান শাহীন, রেফারী রবিউল ইসলাম খান, শেখ ইকবাল আলম, রফিকুল ইসলাম, এম ঈদুজ্জামান ইদ্রিস, শফিউল ইসলাম খান, জিয়াউল হক, সুকুমার দাশ বাচ্চু, ডিএফএ’র সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পী, কোষাধ্যক্ষ মাসুদ আলী প্রমুখ।

দু’দিন ব্যাপী এ ফুটবল রিফেসার্স কোর্সে জেলার ৭টি উপজেলার মোট ১২০ রেফারী অংশ নেয়। কোর্স পরিচালনা করেন ফিফা রেফারী তৈয়্যেব হাসান বাবু। কোর্সের সহযোগি হিসেবে ছিলেন রফিকুল ইসলাম খান ও ইকবাল আলম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফিফা রেফারী তৈয়্যেব হাসান বাবু।



মন্তব্য চালু নেই