সাতক্ষীরায় দলিত পরিষদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

“দলিতদের মর্যাদা প্রতিষ্ঠায়, বৈষম্য বিলোপ আইন চাই” এই শ্লোগানকে সামনে রেখে দলিত জনগোষ্টির মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় বৈষম্য বিলোপ আইন-২০১৪ দ্রুত প্রনয়নের দাবীতে সাতক্ষীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রোববার দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক শ্রী গৌর পদ দাস। তিনি তার লিখিত বক্তব্যে, দলিত জনগোষ্টির মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রনয়ন, বর্তমান সরকারী দলের নির্বাচনী ম্যানিফেষ্টোতে দেয়া প্রতিশ্র“তি বাস্তবায়ন এবং উন্নয়নের ধারায় দলিত ও হরিজন গোষ্ঠিকে সম্পৃক্ত করাসহ ১০ দফা দাবী তুলে ধরেন। এ সময় সংবাদ সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন, দলিত পরিষদ সাতক্ষীরা সদর উপজেলার উপদেষ্টা দেলোয়ার হোসেন, দলিত পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুমন সরকার, কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস, সমাজ সেবক শেখ তহিদ, বেসরকারী সংস্থা পরিত্রানের এডভোকেসী অর্গানাইজার বিজয় দাস প্রমুখ। সংবাদ সম্মেলনের আগে তারা সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহর মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর ১০ দফা দাবীতে একটি স্মারক লিপি পেশ করেন।



মন্তব্য চালু নেই