সাতক্ষীরায় ট্রাকভর্তি ইলিশ মাছ আটক

ভারতে পাচারের সময় এক ট্রাক ভর্তি ইলিশ মাছ আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকা থেকে মাছসহ ট্রাকটি বিজিবি সদস্যরা আটক করে। ট্রাকে ১৫০০ কেজি ইলিশ মাছ ছিল।

সাতক্ষীরা ৩৮বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক জানান, বিজিবি সদস্যরা গোপনে জানতে পারে সাতক্ষীরা শহর থেকে ট্রাক ভর্তি ইলিশ মাছ ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদ পেয়ে আলিপুর এলাকায় ভোরে একটি ট্রাক আটকানো হয়।

এ সময় ট্রাকের চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। ট্রাকটি ব্যাটালিয়ন সদরের নিয়ে এসে ট্রাক থেকে ১৫০০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। তিনি জানান, ইলিশ মাছ গুলি ভোমরা সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচিছল। ১৫০০ কেজি মাছ নিলামে বিক্রি করা হবে।



মন্তব্য চালু নেই