সাতক্ষীরায় জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে, জনজীবন স্বাভাবিক

সাতক্ষীরা জেলায় শিবির নেতা আমিনুর রহমান নিহতের ঘটনায় জামায়াতের ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সাতক্ষীরার সড়ক-মহাসড়কগুলিতে সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চলছে স্বাভাবিকভাবে।

হরতালের সমর্থনে জেলার কোথাও পিকেটিং অথবা মিছিল-সমাবেশের খবর পাওয়া যায়নি। ভোমরা স্থলবন্দরের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

জামায়াত নেতাদের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির কারণে পিকেটিং অথবা বিক্ষোভ করা সম্ভব হচ্ছে না।

শহরের কামালনগর কবরস্থানের পাশে একটি বাসায় রবিবার বিকেলে শিবিরের বৈঠক চলাকালে পুলিশ সেখানে হানা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত হন শহর শিবিরের সেক্রেটারি আমিনুর রহমান। গুলিবিদ্ধ হন আরও ৭ জন শিবির নেতাকর্মী।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সাতক্ষীরায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় জামায়াত।



মন্তব্য চালু নেই