সাতক্ষীরায় ক্ষেতমজুরদের নিবন্ধনসহ ৭ দফা দাবিতে তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় পল্লি রেশনিং ব্যবস্থা চালু, ভুমিহীন ক্ষেতমজুরদের মাঝে খাস জমি বন্টন, খেতমজুরদের নিবন্ধনসহ ৭ দফা দাবিতে তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা শিল্পকলাএকাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সম্মেলন প্রস্তুতি কমিটির আাহবায়ক অজিত কুমার রাজবংশীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও প্রখ্যাত কমিউনিষ্ট নেতা কমরেড বিমল বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক সাবীর হোসেন, অধ্যক্ষ ময়নুল হাসান, মফিজুল হক জাহাঙ্গীর, সম্মেলন প্রস্তুকমিটির যুগ্ম আাহবায়ক নির্মল কুমার সরকার, ছাত্রমৈত্রর সভাপতি বিশ্বনাথ কয়াল প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, মজুরী পূর্ণ রেশনিং ব্যবস্থা ও ক্ষেতমজুরদের রেজিষ্ট্রেশনের দাবিতে ভূমিহীন ক্ষেতমজুররা দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরও বাজেটে এ সব দাবি সম্পর্কে কিছুই আনা হয়নি। যা সরকারের নির্লিপ্ততা ও ৬৫ভাগ ক্ষেতমজুর ভূমিহীনদের প্রতি সরকারের অবজ্ঞার সামিল। বক্তারা এ সময়, আন্দোলনের মাধ্যমেই ক্ষেতমজুর ভূমিহীনদের দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।



মন্তব্য চালু নেই