মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরায় ক্রিকেটার সৌম্য সরকারকে সংবর্ধনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৫ উদ্যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা শীর্ষক আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান এবং বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের অল রাউন্ডার সৌম্য সরকারকে সংবর্ধনা প্রদান হয়েছে। সোমবার রাত ৮টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন কমিটি ১নং ওয়ার্ড, কাটিয়া,সাতক্ষীরা পৌরসভার আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুস সেলিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন। এসময় তিনি বলেন, ‘হাজার বছরের বাঙালী জাতির মহানায়ক অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে বাংলা’র কৃষক, শ্রমিক, জনতা দেশ মাতৃকাকে রক্ষা করতে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। তারা বাঙালী জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ঋণ শোধ হওয়ার নয়। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দিতে পেরে আমি গর্বিত এবং সাতক্ষীরার সন্তান জাতীয় দলের এই কৃতি খেলোয়ার। সে শুধু একজন কৃর্তী খেলোযাড়ই নয়! সে সাতক্ষীরা জেলা বাসীর প্রতিনিধি। খেলোয়াড় জীবনে আরো সাফল্য অর্জন করুক এবং সাতক্ষীরা জেলা তথা বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রস্ফুটিত করে তুলবে। আজ এই মাঠে সৌম্য সরকার কে সংবর্ধনা জানাতে পেরে সাতক্ষীরা বাসী গৌরবিত।’ আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক সালোহা আক্তার। আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, মুক্তিযোদ্ধা আ: ছালেক, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভীন সেজুতি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহরুল ইসলাম নান্টু, জেলা তরুণলীগের সভাপতি মীর আশরাফ আলী বাবু, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, গণমুখী সংঘের কোসার আলতাফ হোসেন, শ্যামনগর বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি এসএম মনিরুজ্জামান মুকুল, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ারুল কবির লিটু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্যামনগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ শেখ মনিরুজ্জামান, পৌর তরুণলীগের সভাপতি কামরুল ইসলাম, সমাজসেবক আনিসুর রহমানসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সংবর্ধনা অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন মুক্তিযোদ্ধা কাজল, সিরাজ ও রাজ্জাকের পরিবারের হাতে সম্মাননা এবং সৌম্য সরকারের হাতে সংবর্ধনা ক্রেস তুলে দেন। এ সময় উপস্থিত ক্রিকেটপ্রেমী হাজারও দর্শক করতালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। জম্মস্থান সাতক্ষীরা বাসীর পক্ষ থেকে প্রানঢালা সংবর্ধনা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন জাতীয় দলের ওয়ালরাউন্ডার এই ক্রিকেটার। এসময় সৌম্য সরকার বলেন, ‘আমি আজ আনন্দিত, গর্বিত। অষ্টেলিয়ার মাটিতে এই প্রথম বারের মত খেলতে গিয়ে সেদেশে বাংলাদেশের জাতীয় সঙ্গিত ও জাতীয় পতাকা উড়তে দেখে তার এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়েছিল বলে জানান সৌম্য সরকার। তিনি বলেন, তার সপ্ন বাংলাদেশ দল আগামী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। ছিনিয়ে আনবে বিজয় ট্রফি। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহরুল ইসলাম নান্টু।



মন্তব্য চালু নেই