সাতক্ষীরায় কিশোর-কিশোরী বেতার শ্রোতা ক্লাব বিষয়ক অবহিতকরণ সভা

সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান বলেছেন, শিশু ও কিশোর-কিশোরীদেরকে শুদ্ধ ভাষায় কথা বলার অভ্যাস গড়ে তুলার ক্ষেত্রে বাংলাদেশ বেতার গুরুত্বপূর্ন ভূমীকা রাখতে পারে। বেতার মাধ্যমে সম্প্রচারিত বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে শিশু,কিশোর-কিশোরীদের মনযোগ আকৃষ্ট হয়। নারী ও শিশু নির্যাতন বন্ধ,বাল্য বিবাহরোধ ,আত্মহত্যার প্রবনতা কমাতে বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেতার মাধ্যমকে সেভাবেই অনুষ্ঠানমালা সাজাতে হবে। তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বিধায় ছোট বেলার থেকেই শিশুদেরকে সেভাবে গড়ে তুলতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজম্ম অনেকদূর এগিয়ে যাবে।
বৃহস্পতিবার সকালে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় কিশোর-কিশোরী বেতার শ্রোতা ক্লাব বিষয়ক এক অবহিতকরণ সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা অফিসার্স ক্লাব সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে বাংলাদেশ বেতার, খুলনা। এতে সহযোগিতা করে দাতা সংস্থা ইউনিসেফ।
বাংলাদেশ বেতার, খুলনার আঞ্চলিক পরিচালক মো: বশিরআহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু, ইউনিসেফের খুলনার সন্বয়কারী মং ইয়াই। উ¤œুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এম.কামরুজ্জামান, বাংলাদেশ বেতারের সঙ্গিত শিল্পি আবু আফফান রোজবাবু প্রমুখ।



মন্তব্য চালু নেই