সাতক্ষীরার সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ, একজন গুলিবিদ্ধ

সাতক্ষীরার চান্দুড়িয়া সীমান্তের বিপরীতে শনিবার ভোরে ভারতীয় এলাকা থেকে এক বাংলাদেশি গরু ব্যবসায়িকে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। অপরদিকে, একই সময়ে সদর উপজেলার পদ্মশাঁখরা সীমান্তের বিপরীতে অপর এক গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে বিএসএফএর হাতে গ্রেফতার হয়েছে।

সীমান্তবর্তী একাধিক সুত্র জানায়, ভোরে চান্দুড়িয়া সীমান্ত পথে ভারত থেকে গরু আনার সময় বিএসএফ সাতক্ষীরার কলারোয়ার কাদপুর গ্রামের চোরাচালানি শাহীন হোসেনকে আটক করে। পরে তাকে ভারতীয় পুলিশের হাতে সোপর্দ করা হয়।

অন্যদিকে কয়েকজন গরু ব্যবসায়ী ভোরে ভারতীয় গরু নিয়ে ফেরার পথে পদ্মশাখরা সীমান্তের বিপরীতে ভারতের পানিতরে পৌছালে বিএসএসএফ তাতে বাধা দেয়।

এ সময় বিএসএফএর গুলিতে এক বাংলাদেশী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এসময় বিএসএফএর দুই সদস্যও আহত হন বলে জানান তারা। আহত ব্যক্তিকে ভারতীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিজিবির ৩৮ ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি জানান, এসব বিষয় তিনিও জানতে পেরেছেন। তবে কারও নাম ও নাগরিকত্ব নিশ্চিত করতে পারেননি তিনি।



মন্তব্য চালু নেই