সাগরের নিন্মচাপটি ঘূর্ণি ঝড়ে রূপ নিচ্ছে

সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে

উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূরীয় এলাকায় সৃষ্ট নিন্মচাপটি ঘূর্ণিঝড়ে রুপ ধারন করে সাতক্ষীরা উপকূলীয় এলাকায় আঘাত হানার সম্ভবনা রয়েছে।
এর ফলে সাতক্ষীরা জেলা প্রশাসন ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলা করার জন্য ব্যাপক প্রস্তুতী গ্রহন করেছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান বুধবার রাত ১২টার দিকে সাংবাদিকদের জানান, আসন্ন দূর্যোগ প্রশমনে জেলা প্রশাসনের উদ্যেগে কন্টোল রুম খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উদ্ধার কর্মীদের।

জেলার শ্যামনগর ও আশাশুনী উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঐ দুটি উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে সর্ব্বোচ্চ সর্তকতা মূলক ব্যবস্থা গ্রহনের জন্য এলাকায় মাইকিং করার জন্য জেলা প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য আহবান করা হয়েছে। ইতোমধ্যে দূর্যোগ মোকবেলায় ২৩ টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টার সময় জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা হয়েছে।



মন্তব্য চালু নেই