সাতক্ষীরার মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে অন্তিম শয়ানে বড় বাবু

সাতক্ষীরা জেলা শহরের সদালাপী, সর্বস্তরের মানুষের সাথে মিশুক মানুষ হিসেবে পরিচিত সদ্য প্রয়াত কাজী ফজলুল হক বড় বাবু তাঁর অন্তিম যাত্রায় নামাজে জানাযাতেও কুড়িয়ে গেলেন সেই সব মানুষের অশ্রুসজল ভালোবাসা। বড়বাবু নামেই তিনি ছিলেন সমধিক পরিচিত। অনেকে মৃত্যুর পর জেনেছেন তাঁর পোশাকী নাম। গতকাল রোববার সাতক্ষীরার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাযায় রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও শত শত সাধারন মানুষ অংশগ্রহণ করেন। জোহর নামাজের পর নামাজে জানাযা পরিচালনা করেন সদর থানা মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা আফছার উদ্দিন। অংশগ্রহণকারীদের মাঝে ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা জাতীয় পার্টির নেতা আজহার হোসেন, বাসদ নেতা আজাদ হোসেন বেলাল, দৈনিক প্রথম আলো’র সিনিয়র সাব-এডিটর রাজিব হাসান, পত্রদূত’র সহ-সম্পাদক অধ্যাপক জাভিদ হাসান, মরহুমের সাতক্ষীরায় অবস্থানরত সকল ভাই ও সর্বস্তরের শত শত মানুষ। নামাজে জানাযা শেষে শহরের মুনজিতপুরস্থ পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন হয়। এ’সময় মরহুমের সহধর্মিণী সেলিনা আকতার শোকে সংজ্ঞাহীন হয়ে পড়লে সেখানে এক বেদনা বিধুর পরিবেশ সৃষ্টি হয়। আগামী মঙ্গলবার আছর নামাজের পর মরহুমের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।
উল্লেখ্য, টানা কয়েক মাস ঘাতক ব্যাধি ক্যান্সারের সাথে লড়াইয়ে পর্যুদস্ত কাজী ফজলুল হক বড় বাবুকে উন্নত চিকিৎসার জন্য শনিবার এ্যামব্যুলেন্স যোগে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে যশোরের খাজুরার সন্নিকটে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সকলকে শোক সাগরে ভাসিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।



মন্তব্য চালু নেই