বর্ষার আগমনে......

সাতক্ষীরার বাঁশদহা সীমান্তের জনদুর্ভোগের শীর্ষ নাম আইচপাড়ার সংযোগ সড়ক

অহিদুজ্জামান লাভলু, বাশদহা (সাতক্ষীরা সদর) ॥ বর্ষর আগমনে সাতক্ষীর সদর উপজেলার বাঁশদহা ও কেঁড়াগাছি ইউনিয়নবাসীর জনদুর্ভোগের শীর্ষ নাম আইচপাড়ার সংযোগ সড়ক। আর এমনটি বললেন স্থানীয় ভুক্তভোগী অনেকে। সরেজমিনে পরিদর্শন করে দেখা গেল সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার মধ্যবর্তী এ সংযোগ সড়কটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে আছে যা পাকাকরন দুই উপজেলার মানুষের প্রাণের দাবি। সড়কটির দুই প্রান্তে পাকা এবং মাঝের অর্ধ কিলোমিটার রাস্তাটি কাঁচা হওয়ায় বর্ষার আগমনে রাস্তাটি কর্দমাক্তে রূপ নিয়ে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। ভুক্ত ভোগী সুত্রে জানা যায় সদর ও কলারোয়া উপজেলার হাজার হাজার মানুষ এ রাস্তাটি চলাচলের একমাত্র মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকে। কিন্তু বর্ষা শুরু হতে না হতেই কলারোয়ার মানুষের সাতক্ষীরা সহ অন্যান্য স্থানে এবং সদর উপজেলার মানুষের কলারোয়া সহ অন্যান্য স্থানে যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম। বাধ্য হয়ে পথচারিরা বাড়ির ওলিগলি দিয়ে চলাচল করছে। এছাড়া উভয় পাশে আছে অসংখ্যা স্কুল কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, ভূমি অফিস, ব্যাংক-বীমা ইউনিয়ন পরিষদ সহ নানা সরকারী বেসরকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে আসা- যাওয়ার জন্য সাধারন মানুষকে ভোগান্তিতে পড়তে দেখা গেছে। ইতিপূর্ব দৃষ্টিপাত পত্রিকায় আইচপাড়ার এই সংযোগ সড়কের বেহাল দশার কথা প্রকাশিত হলে স্থানীয় কয়েকজন যুবক সংগঠিত হয়ে নিজেদের অর্থায়নে আধা পাকা করে চলা চলের ব্যবস্থা করে। কিন্তু বর্তমানে রাস্তাটির এমন অবস্থা যে রীতি মত মটর সাইকেল, নছিমন-করিমন, ট্যাম্পু, পিকাপ সহ হালকা ও ভারী যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম। তাই স্থানীয় ভূক্তভোগীদের দাবি কলারোয়া ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য দুই উপজেলার চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলেই যেন রাস্তাটি পাকা করনের প্রতি দৃষ্টি দেন।



মন্তব্য চালু নেই