সাতক্ষীরার দেবহাটায় সাংবাদিকদের সাথে ফরমালিন প্রতিরোধে মতবিনিময় সভা

সাতক্ষীরার দেবহাটায় গনমাধ্যম ব্যক্তিত্বদের সাথে ফরমালিন প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রবিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্জ্ব আব্দুল গনি। উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রপাপ্ত) শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আবু তালেব মোল্লা, আব্দুল কাদের মহিউদ্দীন, আবু তালেব, রাজু আহমেদ, রেজাউল করিম (বাপ্পা), সুমন বাবু, মির্জা মুহসীন আলী, হাসান রেজা রিপন, আব্দুল আলিম মিঠু, জি.এম আব্বাসউদ্দীন, ইউসুফ বিপ্লব, রবিউল ইসলাম, জাহিদ হাসান মাছুম, হারুন-অর রশিদ, আব্দুস সবুর, মাষ্টার নজরুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা ফরমালিনের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন এবং এটা প্রতিরোধ করার জন্য একদিকে সচেতনতা এবং অন্যদিকে আইনের প্রয়োগ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।



মন্তব্য চালু নেই