সাতক্ষীরার দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

সাতক্ষীরার দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৪’এর চুড়ান্ত পর্বের খেলা শনিবার সকাল ৯ টায় দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওবায়দুল্লা-হিল আসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা ইউআরসির ইন্সট্রাক্টর অশোক কুমার বিশ্বাস, দেবহাটা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক খায়রুল আলম, সাধারন সম্পাদক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, সাংবাদিক আর.কে.বাপ্পা প্রমুখ। প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন খেলাধুলার প্রতি শিশুদেরকে ছোটবেলা থেকে আগ্রহ সৃষ্টির আহবান জানিয়ে বলেন, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই যদি ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি হয় তাহলে আমরা শিক্ষিত জাতির পাশাপাশি খেলাধুলার মাধ্যমে অতি দ্রুত বিশ্বের কাছে পরিচিতি লাভ করতে পারবো। তিনি সরকার খেলাধুলার প্রতি যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেগুলো যুগান্তকারী উল্লেখ করে সেই সুযোগকে কাজে লাগানোর জন্য সকলের প্রতি আহবান জানান। খেলায় বঙ্গবন্ধু খেলাতে গুচ্ছগ্রামকে ২-১ গোলে হারিয়ে কুলিয়া ও হাদীপুরকে ৩-২ গোলে হারিয়ে ঘলঘলিয়া জয়লাভ করে এবং বঙ্গমাতা খেলায় হাদীপুরকে ৩-১ গোলে হারিয়ে দেবহাটা ও জেলিয়াপাড়াকে ২-১ গোলে হারিয়ে বহেরা জয়লাভ করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুল আজিজ।



মন্তব্য চালু নেই