সাতক্ষীরার দেবহাটায় জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটায় ৪৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগীতার ফাইনালে ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয় চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলার ফাইনালে একদিকে অংশগ্রহন করে ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও অন্যদিকে অংশগ্রহন করে সুবর্নাবাদ সেন্ট্রাল হাইস্কুল। সোমবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত খেলায় খেলার শেষ সময়ে ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয় একটি গোল দিয়ে বিজয়ী হয়। শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় পারুলিয়া ফুটবল মাঠে বিকাল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক সঞ্জয় কুমার প্রমুখ। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি একটি মাদকমুক্ত সমাজ গড়তে এবং শরীর ও মন ঠিক রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই উল্লেখ করে পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রতি আকৃষ্ট হতে তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি খেলাধুলার মাধ্যমে যাতে দেবহাটার মান অক্ষুন্ন থাকে সেজন্য সবরকমের সহযোগীতার আশ্বাস দেন।



মন্তব্য চালু নেই