সাতক্ষীরার দেবহাটায় কৃষি সহায়তা কার্ড বিতরন

সাতক্ষীরার দেবহাটায় কৃষকদের মধ্যে কৃষি উপকরন সহায়তা কার্ড বিতরন উদ্বোধর করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্জ্ব আব্দুল গনি। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার প্রায় ২৬ হাজার কৃষকের মধ্যে উক্ত কার্ড বিতরন অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শ্বাশ্বতী ছন্দা দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মাদ আলী সহ দপ্তরের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কৃষকদের মধ্যে কৃষি উপকরন সহায়তা কার্ড বিতরন সরকারের একটি অন্যতম সাফল্য উল্লেখ করে বলেন, এই কার্ডের মাধ্যমেই প্রকৃত কৃষক যেমন উপকৃত হবে তেমনি সরকারের দেয়া বিভিন্ন কৃষি সহায়তা প্রকৃত কৃষকরাই পাবে। তিনি আমাদের দেশকে কৃষি প্রধান দেশ উল্লেখ করে বলেন, কৃষক বাচলে দেশ বাচবে। তাই কৃষকদেরকে বাচিয়ে রাখতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, কৃষকদেরকে বাচিয়ে রাখতে সরকার বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরন বিতরন করছে। তাই সরকারের দেয়া এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদেরকে খাদ্যে স্বয়ং সম্পূর্ন্নতা অর্জনের পাশাপাশি বিদেশেও যাতে খাদ্য রপ্তানী করা যায় সেজন্য চেষ্টা করতে হবে।



মন্তব্য চালু নেই