সাতক্ষীরার খবর (২৯/৬/১৪)

আব্দুর রহমান,সাতক্ষীরা ॥
## জেলা নারী উন্নয়ন ফোরামের দ্বি-মাসিক সভা
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা ॥ জেলা নারী উন্নয়ন ফোরামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের চৌরঙ্গী মোড়স্থ প্রীপ ট্রাষ্ট কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এ্যাডভোকেট শাহনওয়াজ পরভীন মিলি। তিনি তার বক্তব্যে বলেন, “জেলা নারী উন্নয়ন ফোরামের নীতি আদর্শ হলো সমাজের পিছিয়ে পড়া নারীদের নিয়ে বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আত্মনির্ভশীল করে গড়ে তোলা। যাতে তারা সমাজ ও দেশকে এগিয়ে নিতে অগ্রণি ভূমিকা রাখতে পারে।” সভায় বক্তব্য রাখেন- জেলা নারী উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক পারভীন নাসিমা আক্তার শিল্পী, কোষাধ্যক্ষ মিসেস শাহিদা সুলতানা, সদস্য আমেনা রহমান, রেবেকা খাতুন, ফারহা দিবা খান সাথী, তানজিলা খাতুন, দ্বিপালী রানী ঘোষ, খায়রুন্নেছা, রীতা রানী, শিল্পী রানী মহলদার প্রমুখ। আলোচনা সভায় জেলা নারী উন্নয়ন ফোরামের ব্যাংক একাউন্ট খোলা, ইউনিয়ন পর্যায়ে নারীদের বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

## সাতক্ষীরায় সব্যসাচী আবৃত্তি সংসদের আবৃত্তি উৎসব অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা ॥ “কবিতা মানুষকে আনন্দে উদ্বেলিত করে, সান্তনায় প্রলেপ দেয়, বিপ্লবকে জাগ্রত করে। তাই কবিতার কাছে আমাদের হাত পাতা দরকার। কবিতার কাছে আমরা কী পেতে পারি, এই অনুভূতি অনেকের নেই। তাই বলে তাদেরকে দোষ দেওয়া চলে না। কারণ এ বোধ নিয়ে সব লোক জন্মায় না। কবিতার মধ্য দিয়ে জগতের গোপন সৌন্দর্য সম্পর্কে একটা অনুভূতি আমাদের মনে দেখা দেয়। কিন্তু সবাই তা দেখতে পায় না।” শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা মর্র্নিং সান প্রি ক্যাডেট স্কুল চত্বরে বর্ষার কবিতা নিয়ে সব্যসাচী আবৃত্তি সংসদের আয়োজনে ‘বাদল দিনের প্রথম কদম ফুল’ আবৃত্তি উৎসবে বক্তারা এসব কথা বলেন। আবৃত্তি উৎসবে কবিতা আবৃত্তি করেন- কবি শুভ্র আহমেদ, নাজমুল হাসান, সৈয়দ ইকতেদার আলী, মঞ্জুরুল হক, ইউনুস আলী,শেখ আমিনুর রহমান কাজল, দিলরুবা রোজ, লাবনী সরকার, আয়েশা খাতুন, আব্দুর রহমান, বেলাল হুসাইন প্রমুখ। এসময় সাতক্ষীরার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সুধিজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরুজ্জামান ছট্রু।

## সাতক্ষীরায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা ॥ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৪ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ভোট গ্রহণ চলে। জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে ২৬টি পদের বিপরীতে নীতিমালা ঐক্য পরিষদ ও নবধারা নামে ২টি প্যানেলের মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। চূড়ান্ত ফলাফলে সভাপতি পদে নীতিমালা ঐক্য পরিষদের মোঃ শরিফুল ইসলাম ৬৬ ভোট পেয়ে জয়লাভ করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মহিদুর রহমান পেয়েছে ৫৩ ভোট। সিনিয়র সহ সভাপতি ২ জন, সহ সভাপতি পদে ৮জন প্রার্থী, সাধারন সম্পাদক পদে নীতিমালা ঐক্য পরিষদের মোঃ ছফিউল্লাহ ভূইয়া ৬০ পেয়ে বিজয়ী হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রশিদ পেয়েছে ৫৭ ভোট। অতিরিক্ত সাধারন সম্পাদক ২জন, যুগ্ন সাধারন সম্পাদক ৮জন, কোষাধ্যক্ষ ২জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ২৫ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার মোঃ মনিরুল হক জানান, নির্বাচনে ১২৩ জন ভোটারের মধ্যে ১২০ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রদান করেন। নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মনিরুল হক প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন এবং সদস্য শেখ দেলোয়ার হোসেন ও জামাল উদ্দীন।

## সাতক্ষীরায় রমজানের পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য র‌্যালী
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা ॥ পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জেলা হাফেজ পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) সকাল ১০ টায় সাতক্ষীরা আহছানিয়া মিশন কমপ্লেক্স হতে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা মিলিত হয়। আলোচনা সভায় হাঃ মাওঃ জুলফিকার আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা হাফেজ পরিষদের সাধারণ সম্পাদক হাঃ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাঃ শেখ কামরুল ইসলাম, হাঃ জাহাঙ্গীর আলম জিয়া, হাঃ শাহাদাত হোসেন, হাঃ মাওঃ জাহাঙ্গীর আলম। আলোচনা সভা শেষে দোয়া অনুষ।টান পরিচালনা মোনাজাত পরিচালনা করেন হাফেজ পরিষদের সহ-সভাপতি মাওঃ খায়রুল বাসার। এসময় জেলার বিভিন্ন মাদ্রাসা’র শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই