সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের গুলিতে শাহীন সরদার নামের এক ছিনতাইকারী আহত হয়েছে। সে উপজেলার পারুলগাছা গ্রামের সোহেল্উদ্দীনের ছেলে। শুক্রবার ভোর রাতে উপজেলার কৃষ্ণনগর গ্রামে কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কালিগঞ্জ থানার ওসি সুভাষ মাঝি জানান,বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাতড়ার মোড় এলাকায় কৃষ্ণনগর গ্রামের জনাতন ঘোষের কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়ে শাহীন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত ৪ লাখ ৭৯ হাজার টাকাও উদ্ধার করা হয়।এ ঘটনায় জনাতন ঘোষ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলাও করেন। ছিনতাইকৃত বাকী টাকা উদ্ধারের জন্য শাহিনের স্বীকারোক্তি মোতাবেক রাতে তাকে সাথে নিয়ে কৃষ্ণনগর গ্রামে অভিযান চালায় পুলিশ।

পুলিশ ওই গ্রামের মুনছুর আলীর বাড়ির পূর্ব পাশের্^ কালিগঞ্জ-কৃষ্ণনগর পাকা রাস্তার উপর পৌঁছানোমাত্র সেখানে অবস্থানরত শাহীনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে এবং গুলি বর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে শাহীন দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মন্তব্য চালু নেই