সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাকারবারীদের প্রতিরোধের মুখে বিজিবির গুলিবর্ষণ

খালেকুজ্জামান পলটু, সীমান্ত প্রতিনিধি, সাতক্ষীরা ॥ কলারোয়া সীমান্তে মালামাল উদ্ধারকালে চোরাকারবারীদের প্রতিরোধের মুখে বিজিবি ৭রাউন্ড গুলিবর্ষণ করেছে। এসময় বিপুল পরিমাণ শাড়িকাপড় ও মনোহরী মালামাল উদ্ধার হলেও যথারীতি কেউ আটক হয়নি। বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার কেঁড়াগাছির চারাবাড়ি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, তলুইগাছা বিওপির বিজিবি সদস্যরা ভারতীয় পণ্যবাহী একদল চোরাকারবারীকে ধাওয়া করলে তারা বড়বড় পণ্যবাহী বেল্ট ফেলে পালিয়ে যায়। পরপরই তারা পুনরায় সংঘবদ্ধ হয়ে চোরাচালানী পণ্য কেড়ে নিতে বিজিবি উপর হামলা চালালে আত্মরক্ষার্থে সুবেদার নাসির আল গুলজারের নেতৃত্বে বিজিবি সদস্যরা ৭রাউন্ড গুলি বর্ষণ করে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এসময় ৭বেল্ট শাড়ি-কাপড় ও ২বেল্ট মনোহরী মালামাল উদ্ধার হয় বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই