সাতক্ষীরার কলারোয়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের বর্নাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত

কলারোয়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের বর্নাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে মুরারীকাটি পালপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে মঙ্গল আরতী, শ্রীমদ্ভগবত পাঠ ও ভজন কীর্তণ, দুপুরে ভোগ আরতী, কীর্তণ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। পরে বেলা ৩টার দিকে মুরারীকাটি পালপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির হতে বের হয়ে রথযাত্রাটি তুলশীডাঙ্গার গোগ মন্দিরে পৌছায়। সেখানে রাতে ভগবত পাঠ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এসকল অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সা.সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের সভাপতি সন্দিপ রায়, সা.সম্পাদক মাস্টার প্রদীপ পাল, কেঁড়াগাছি ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সদস্য রামপ্রসাদ দাস, মাস্টার উত্তম পাল, অর্জুন পাল, সন্তোস পাল, সুনিল সাহা, কার্তিক মন্ডল, সম্ভু পাল, অসীম পাল, গৌরঙ্গ সোম, নিরঞ্জন পাল, পলাশ পাল প্রমুখ।



মন্তব্য চালু নেই