সাতক্ষীরার কলারোয়ায় এইচএসসি পরীক্ষার হলে মোবাইল রাখার অপরাধে ৯জন পরীক্ষার্থী বহিষ্কার

সাতক্ষীরার কলারোয়ায় পরীক্ষার হলে নিজের কাছে মোবাইল রাখার অপরাধে ৯জন এইচএসসি ও এইচএসসি (বিএম) পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। চলমান এইচএসসি ও এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা- বিএম) পরীক্ষায় বৃহষ্পতিবার সকালে এ বহিষ্কারের ঘটনা ঘটে। উপজেলা পরিক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার মোবাইল রাখার অপরাধে পরীক্ষার্থীদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ কেন্দ্রের কলারোয়া সরকারি কলেজ ভেন্যুতে এইচএসসি (বিএম) পরীক্ষায় নিজের কাছে মোবাইল রাখার অপরাধে ৬জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এদের মধ্যে ৫জন হাজী নাছির উদ্দীন কলেজের শিক্ষার্থী ও অপরজন শেখ আমানুল্লাহ কলেজের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ আমানুল্লাহ কলেজের কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম। এদিন এইচএসসি (বিএম) বিভাগের ২য় বর্ষের বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন বিষয়ের পরীক্ষা চলছিল। অপরদিকে, এইচএসসির ইংরেজি ২য় পার্টের পরীক্ষায় কলারোয়ার বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে ১জন ও হাজি নাছির উদ্দীন কলেজ কেন্দ্রের খোর্দ সালেহা হক বালিকা বিদ্যালয় ভেন্যুতে ২জন পরীক্ষার্থী বহিষ্কার হয়। এদের সকলের কাছে মোবাইল রাখার অপরাধে বহিষ্কার করা হয়।



মন্তব্য চালু নেই