সাগরেই করতে হলো বিমান অবতরণ!

ভূমধ্যসাগরে জরুরি অবতরণ করল একটি ছোট বিমান। রবিবার বিকেলে ইজ্রায়েলের তেল-আবিব উপকূলের কাছে এই ঘটনা ঘটেছে। বিমানে থাকা দু’জনেই বেঁচে গিয়েছেন। তারা সামান্য আহত হয়েছেন।

তেল-আবিরের এসডিই বিমানবন্দর থেকে ওড়ার পরই বিমানের দুটি ইঞ্জিনের একটি বিকল হয়ে পড়ে। সেইসময় পাইলট বিমানটি ঘুরিয়ে একই বিমানবন্দরে অবতরণ করাতে চান। কিন্তু তিনি নিয়ন্ত্রণ হারালে বিমানটি বিমানবন্দরের কূল ঘেঁষে থাকা সাগরে গিয়ে পড়ে। দুর্ঘটনাস্থলের কাছেই তেল-আবিবের জনপ্রিয় মেতজিজিম সৈকত।

কোস্ট গার্ড সদস্যরা ডুবন্ত বিমান থেকে পাইলটদের উদ্ধার করে। তবে বিমানটি কোথায় যাচ্ছিল, সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি।



মন্তব্য চালু নেই