সাখাওয়াতের ডিজিটাল শহর, বাকি কাজ শেষ করার প্রতিশ্রুতি আইভীর

মঙ্গলবার ছুটির দিনে দুপুরের পর থেকেই গণসংযোগে ব্যস্ত ছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির সাখাওয়াত হোসেন খান। দুজনই এ দিন দুপুরের পর সন্ধ্যা পর্যন্ত শীতলক্ষ্যার পূর্বপাড় বন্দরে গণসংযোগ করেন এবং সেখানে নানা ধরনের উন্নয়নের আশ্বাস দেন।

সেলিনা হায়াৎ আইভী

আইভী মঙ্গলবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত বন্দরে ২৫নং ওয়ার্ডে গণসংযোগ করেন।

ওই সময় আইভী গণমাধ্যমে বলেন, ‘আমি কতটুকু ব্যর্থ আর কতটুকু সফল তা এই আবেগী সহজ সরল মানুষের জনজোয়ারই বলে দিচ্ছে। যাচাই করতে হলে সাধারণ জনগণের কাছে যাচাই করুন। সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ হয়েই দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জ শহরের উন্নয়নের চেষ্টা করেছি। বিপর্যস্ত নারায়ণগঞ্জ শহর আজ আদর্শ শহরে পরিণত হওয়ার পথে। মাত্র পাঁচ বছরে সম্পূর্ণ কাজ শেষ করতে পারিনি। ইতোমধ্যে ৬শ কোটি টাকার কাজ শেষ করেছি। এখনও প্রায় ২৫ ভাগ কাজ বাকি আছে। তাই বাকি কাজ শেষ করতে দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সবার সমর্থন কামনা করছি।’

সাখাওয়াত হোসেন খান

দুপুরের পর থেকে সাখাওয়াত হোসেন খান বন্দর থানার মদনগঞ্জস্থ ১৯ নং ওয়ার্ড এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের প্রতীকের গণসংযোগ করেন। এছাড়া বিকালে বন্দরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও প্রচারণায় ছিলেন সাখাওয়াত।

এ সময় সাখাওয়াত জনগণকে আশ্বাস দেন, ‘আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনকে ডিজিটাল করবো। শহরে ফুটওভার ব্রিজ করবো। ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি যেটা বাড়ানো হয়েছে সেটা কমিয়ে আনবো। ময়লা আবর্জনা শহর থেকে দূর করবো।’



মন্তব্য চালু নেই