সাক্ষ্য বাতিলে খালেদার আবেদনের আদেশ ২৯ জুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রাষ্ট্রপক্ষের এক নম্বর সাক্ষী মামলার বাদী দুদক কর্মকর্তা হারুন-অর-রশিদের সাক্ষ্য বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদনের আদেশের জন্য আগামী ২৯ জুন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এদিন নির্ধারণ করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী । দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে দুদক কর্মকর্তা হারুন-অর রশিদের সাক্ষ্য বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন মামলা করেন খালেদা জিয়া। গত চারদিন ধরে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার শুনানি শেষে রায় ঘোষণার জন্য আগামী ২৯ জুন দিন ধার্য করেন আদালত।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বিশেষ জজ আদালতে চলমান।



মন্তব্য চালু নেই