সাকিবের রেকর্ড ভাঙলেন তামিম

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ৩৩তম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৩৩ ম্যাচে ১৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন দুই দলের ক্রিকেটাররা। এর মধ্যে বাংলাদেশের রয়েছে ৫টি ও পাকিস্তানের ১২টি।

শুক্রবার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন। এর আগে নাসির হোসেন, সাকিব আল হাসান ও এনামুল হক বিজয় সেঞ্চুরির স্বাদ পান।

এতদিন পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের। ২০০৮ সালের ১৬ এপ্রিল মুলতানে সাকিব প্রথম বাংলাদেশি হিসেবে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান। এদিন ১০৮ রান করেন তিনি।
শুক্রবার সাকিবের রানকে ছাড়িয়ে যান তামিম ইকবাল। ১৩২ রান করেছেন এই ড্যাশিং ওপেনার। ১৩৫ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ইনিংসটি খেলেন তামিম। এটি তামিমের ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি।

তামিমের পর মুশফিক ঝড়ের গতিতে সেঞ্চুরি তুলে নেন। আজ তৃতীয় সেঞ্চুরির স্বাদ পেয়েছেন মুশফিক।মাত্র মাত্র ৬৯ বলে শতক আদায় করেছেন তিনি। ১০৬ রানে আউট হওয়ার আগে ১৩টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।

এই তিন সেঞ্চুরিয়ান ছাড়া নাসির (১০০) ও এনামুল হক বিজয় (১০০) রান করেন।



মন্তব্য চালু নেই