সাকিবের কলকাতার জয়রথ ছুটছেই

আইপিএলের চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের জয়রথ ছুটছেই।

চার ম্যাচের তিনটিতে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে সাকিব-গম্ভীররা।

মঙ্গলবার রাতে তারা মুখোমুখি হয় কিংস ইলেভেন পাঞ্জাবের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব সংগ্রহ করে ১৩৮ রান।

জবাবে ১৭.১ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে কলকাতা। কলকাতার জয়ে আজও সবচেয়ে বড় অবদান রেখেছেন উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামা রবীন উথাপ্পা ও গৌতম গম্ভীর। আজও তারা দুজন উদ্বোধনী জুটিতে ৮২ রান সংগ্রহ করে দলের জয় সহজ করে দিয়েছেন।

দলীয় ৮২ রানে গম্ভীর আউট হলেও উথাপ্পা হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ৯৭ রানের মাথায় ব্যক্তিগত ৫৩ রানে সাজঘরে ফেরেন উথাপ্পা। তার এই ইনিংসে ৯টি চারের মার থাকলেও কোনো ছক্কার মার ছিল না।

উথাপ্পা আউট হওয়ার পর ১১০ রানে পান্ডে (১২) ও ১২৩ রানে সাকিব আল হাসান (১১) আউট হন। এরপর উমেশ যাদব (১১) ও ইউসুফ পাঠান (১২) মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বল হাতে পাঞ্জাবের প্যাটেল ও সাহু ২টি করে উইকেট নেন।

এর আগে কিংস ইলেভেন পাঞ্জাবের ১৩৮ রানের ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ৫৬ রান করেন শন মার্শ। আর ২৬ রান আসে মুরালি বিজয়ের ব্যাট থেকে। কাইল অ্যাবোট অপরাজতি ১২ রান করেন। বাকিদের কেউ ডাবল ফিগারে পৌঁছতে পারেননি।

বল হাতে কলকাতার মরনে মরকেল ও সুনীল নারিন দুটি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন উমেশ যাদব, চাওলা ও পাঠান।

সাকিব আল হাসান ব্যাট হাতে ১১ রান করার পাশাপাশি বল হাতে ৪ ওভারে ২৮ রান দিয়ে উইকেট শূন্য থাকেন।

ম্যাচসেরা নির্বাচিত হন রবীন উথাপ্পা।



মন্তব্য চালু নেই