সাঈদীর রায় মেনে নিয়েছি: হাছান মাহমুদ

সাঈদীর আপিলের রায়ে আওয়ামী লীগ মর্মাহত হলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে রায় মেনে নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ বৃহস্পতিবার দুপুরে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক হরতাল বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম, ফাঁসির রায় বহাল থাকবে কিন্তু আপিলের রায়ে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। তারপরও আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা এ রায় মেনে নিয়েছি।

বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, জামায়াতের হরতালে বিএনপি নিশ্চুপ রয়েছে। আর এ মৌনতা সম্মতির লক্ষণ বলে মনে করছি।

তিনি বলেন, জিয়াউর রহমান এক বিশেষ পরিস্থিতিতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি মূলত পাকিস্তানের এজেন্ট ছিলেন। পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন।



মন্তব্য চালু নেই