সাইবার ক্রাইম মোকাবিলায় কাউন্টার টেরোরিজম বিভাগ খুলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্টপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কাউন্টার টেরোরিজম নামে একটি বিভাগ খুলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে সাইবার ক্রাইম ছাড়াও যেসব অত্যাধুনিক অপরাধ সংগঠিত হচ্ছে তা মোকাবিলায় এই নতুন বিভাগ খুলা হবে।

তিনি আরও বলেন, পাশাপাশি সাইবার ক্রাইম নামে আরও একটি বিভাগ খোলা হবে। যে বিভাগগুলো অত্যাধুনিক অপরাধ এবং সাইবার অপরাধ দমন মোকাবিলায় কাজ করবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনলাইন বিষয়ক একটি আলোচনা সভায় স্বরাষ্টপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসেসিয়েশন এ আলোচনা সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, এসব অবরাধ দমনে আমাদের ছেলেমেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে গড়ে তোলা হবে। দেশে বর্তমান সাইবার ক্রামই বেড়ে গেছে। এগুলো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় বেশ উদ্বিগ্ন। যা দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে মন্ত্রণালয়।



মন্তব্য চালু নেই