সাইবার অপরাধ দমনে ডিএমপির হেল্প ডেস্ক

সাইবার অপরাধ দমনে হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপি সদর দফতরে মাসিক ক্রাইম কনফারেন্সে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেলিফোন ও ইন্টারনেটের মাধ্যমে যে সব অপরাধ ঘটে সেগুলো সাধারণত নির্দিষ্ট কোন স্থান থেকে হয় না। তাই এ সব অপরাধের ক্ষেত্রে মামলা ও জিডি করতে ভুক্তভোগীদের অনেক সমস্যা হয়।

অপহরণ, মুক্তিপণ দাবি, প্রতারণা, টেলিফোনে চাঁদাবাজি ও হুমকি, ইন্টারনেটে হয়রানি, নিখোঁজ ব্যক্তির অনুসন্ধান ও প্রবাসী কল্যাণ বিষয়ে কাজ করবে ডিএমপির এই হেল্প ডেস্ক। এই সার্ভিসটি আজ বৃহস্পতিবার থেকে শুরু করা হবে।

ভুক্তভোগীরা রাজধানীতে ডিএমপির সদর দফতরে সরাসরি এসে হেল্প ডেস্কে অভিযোগ দিতে পারবেন। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ যাচাই-বাছাই করে আইনি সহায়তা দেবেন।



মন্তব্য চালু নেই