সাংহাইতে বিশ্বের দ্বিতীয় উঁচু ভবন

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও চীনের সর্বোচ্চ ভবন ‘সাংহাই টাওয়ারের কাজ শুরু হয় ২০০৮ সালে। ১২৭ তলা বিশিষ্ট ভবনটির নির্মাণে ব্যয় হয়েছে ২৪০ কোটি টাকা।

ভবনটির উচ্চতা ৬৩২ মিটার বা দুই হাজার ৭৩ ফুট। এর মালিকানায় রয়েছে সাংহাই টাওয়ার কন্সট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শীঘ্রই উন্মুক্ত হতে যাচ্ছে ভবনটি।

তবে নির্মাণাধীন ‘পিং অন ফিন্যান্স সেন্টার’ হবে চীনের সর্বোচ্চ ভবন। ৬৬০ মিটার বা দুই হাজার একশ’ ৭০ ফুট উচ্চতার ভবনটির কাজ ২০১৬ সাল নাগাদ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই