সাংবাদিক শওকত মাহমুদ কারাগারে

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কোরনী খান চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক শফিকুল ইসলাম মামলা শেষ না হওয়া পর্যন্ত শওকত মাহমুদকে কারাগারে রাখার আবেদন জানান।

এর আগে গত বুধবার রমনা থানায় করা নাশকতার মামলায় ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৫ সালের ৯ জানুয়ারি রমনা থানার মগবাজার এলাকার সেলিব্রেশন কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ওই থানার এসআই আতিকুর রহমান মামলাটি দায়ের করেন।

গত মঙ্গলবার রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়।



মন্তব্য চালু নেই