সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যার বিচার দাবীতে পাবনায় মানববন্ধন

মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহরুন রুনীর হত্যাকারীরা ৩ বছরেও গ্রেফতার না হওয়ায় এক মানব বন্ধনের মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সাগর সরোয়ারের জন্মস্থান পাবনার সর্বস্তরের মানুষ।

আজ বেলা সাড়ে এগারোটায় পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সামনে এ নির্মম হত্যাকান্ডের বিচার ও দোষীদের গ্রেফতারের দাবীতে মাছরাঙ্গা পাবনা অফিসের উদ্যোগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট রনেশ মৈত্র, প্রবীণ সাংবাদিক আনোয়ারুল হক, পাবনা প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম রবি, বিশিষ্ট শিক্ষাবিদ শিবজিত নাগ ও অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব সাংবাদিক আব্দুল মতীন খান। বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার স্বার্থে এ হত্যাকান্ডের বিচার হওয়া প্রয়োজন।

মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন।



মন্তব্য চালু নেই