সহপাঠী সোনিয়া হত্যার বিচার চায় ওরা

মুন্সীগঞ্জ গজারিয়ার বালুয়াকান্দি ডা. আব্দুল গফফর স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সোনিয়া আক্তারকে (১৯) পুড়িয়ে হত্যার বিচার চায় শিক্ষক-শিক্ষার্থীরা। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তারা।

শনিবার (২২ এপ্রিল) ডা. আব্দুল গফফর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে শিক্ষার্থী ও শিক্ষকরা।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, গজারিয়া থানার ভারপ্রাপ্ত মো. হেদায়াতুল ইসলাম ভূঞা, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. বশির উল্লাহ, ইউপি সদস্য মিনুয়ারা বেগম।

প্রতিবাদ সভার পর মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনায় জড়িতের উপযুক্ত শাস্তির আশ্বাস দেন।

উল্লেখ্য, গেল ১৭ এপ্রিল সকালে ঘরের পাশে কলপাড়ে এইচএসসি পরীক্ষার্থী সোনিয়াকে কে বা কারা তার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় তার শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ২টার দিকে মারা যান সোনিয়া।



মন্তব্য চালু নেই