সশস্ত্র বাহিনীতে ৩১৮০ নারী

সশস্ত্র বাহিনীতে কর্মকর্তা ও অন্যান্য পদে তিন হাজার ১৮০ জন নারী কর্মরত আছেন। তার মধ্যে সেনাবাহিনীতে দুই হাজার ৬৮৬ জন, নৌবাহিনীতে ২৭০ জন এবং বিমানবাহিনীতে ২২৪ জন কর্মরত আছেন বলে সংসদকে জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সংসদকে এ কথা জানান মন্ত্রী।

এ ছাড়া সশস্ত্র বাহিনীতে নারীদের অধিকতর সম্পৃক্ত করার লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী আরো বলেন, ‘নৌবাহিনীতে ২০১২ সাল থেকে প্রতিবছর দুবার করে নারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। পুরুষ কর্মকর্তাদের মতো নারী কর্মকর্তাদেরও বিএসসি(পাস) ডিগ্রির পরিবর্তে (বিএসসি) ডিগ্রি দেওয়ার বিধান করা হয়েছে।

এর পাশাপাশি নাবিক হিসেবে নারীদের নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই