সর্বনিম্ন থেকে সর্বোচ্চ অবস্থানে যশোর বোর্ড

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গত বছর সবার চেয়ে পিছিয়ে ছিল যশোর শিক্ষা বোর্ড। কিন্তু এবার পাসের হারে সব বোর্ডের ওপরে অবস্থান করছে যশোর। এই বোর্ডে এবার পাসের হার ৮৩ দশমিক ৪২ শতাংশ।

আজ বৃহস্পতিবার সকালে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘোষিত ফলে এ তথ্য জানা যায়।

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৪৬ দশমিক ৪৫ ভাগ। গত বছর যশোর বোর্ডের এই পাসের হার অন্য বোর্ডগুলোর তুলনায় ছিল সর্বনিম্ন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, এবার জিপিএ ৫-এর সংখ্যাও কয়েক গুণ বেড়েছে। গত বছর এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছিল মাত্র এক হাজার ৯২৭ শিক্ষার্থী। এবার জিপিএ ৫ পেয়েছে চার হাজার ৫৮৬ জন।

এ বছর যশোর বোর্ড থেকে এক লাখ ৩৫ হাজার ৪৬ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭১ হাজার ৮৯৫ ছেলে ও ৬৩ হাজার ১৫১ জন ছিল মেয়ে।



মন্তব্য চালু নেই