‘সরকার ক্ষমতায় থাকার জন্য সরকার রাষ্ট্রের স্তম্ভ ধ্বংস করেছে’

সরকার ক্ষমতায় থাকার জন্য সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে খিলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের সভায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

বিএনপি নেতা আরো বলেন, জাতীয় নির্বাচন ছাড়া বর্তমান সংকটের সমাধান সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে রাষ্ট্রপতির উদ্যোগে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সহায়ক ভূমিকা পালন করবে তারা।

এ ছাড়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনারও তাগিদ দেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার এই দেশটাকে, এই রাষ্ট্রকে সম্পূর্ণ বাসের অনুপযোগী করে ফেলেছে। রাষ্ট্রের সমস্ত যে স্তম্ভ, যে পিলার, সেই পিলারগুলোকে আজকে তারা শেষ করে ফেলেছে। কথাটা আমার একার না, মাননীয় প্রধান বিচারপতির। তিনি বলছেন, বাংলাদেশ রাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তারা একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করছে, গোটা রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে, পরিকল্পিতভাবে এই অনির্বাচিত, অবৈধ সরকার এই কাজটি করছে।’



মন্তব্য চালু নেই