সরকারের অর্জনকে বিতর্কিত করতে খালেদার মিথ্যাচার : হানিফ

‘সমুদ্র বিজয় নিয়ে বিএনপি না বুঝে মিথ্যাচার করছে’ উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘দক্ষিণ তালপট্টি আজ অস্থিত্বহীন। সরকারের এই অর্জনকে বিতর্কিত করার জন্যই খালেদা জিয়া মিথ্যাচার করছেন। বিরোধীতার খাতিরেই এ মিথ্যাচার ও বিরোধীতা।’

তিনি বলেন, ‘দক্ষিণ তালপট্টি দ্বীপ অনেক আগেই পানির নিচে তলিয়ে গেছে। এর এখন আর কোনো অস্তিত্ব নেই। এখানে যে দশটি ব্লক ছিল আমরা কখনো ব্যবহার করতে পারিনি। সেই দশটি ব্লকের পূর্ণ কর্তৃত্ব এখন আমরা পেয়েছি।’

বৃহস্পাতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘সমুদ্র বিজয়:সমকালীন রাজনীতি বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শুধু নিজে (খালেদা) ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করবেন না। জনগণ ও দেশকে কিছু দেয়ার জন্য রাজনীতি করুন।’

খালেদাকে উদ্দেশ করে হানিফ বলেন, ‘আপনি দুইবার রাষ্ট্রক্ষমতায় ছিলেন। তখন মিয়ানমার ও ভারতের সংঙ্গে অমীমাংসীত সমুদ্র সীমা নিয়ে কোনো কিছু করেননি। কিন্তু যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র বিজয় করেছেন তখন মিথ্যাচার করছেন। আপনারা শুধু জঙ্গি আর দুর্নীতি ছাড়া কিছুই দেখাতে পারবেন না। নিজেতো জনগণকে কিছুই দিতে পারেননি। তাই ধ্বংসের রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন।’

জামায়াতে ইসলামীর ইফতারে খালেদার যোগদান বিষয়ে তিনি বলেন, ‘এই ইফতার পার্টিতে যোগ দিয়ে তিনি আবারও প্রমাণ করেছেন, তারা একই মুদ্রার এপিঠ ওপিঠ। তারা জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের দোসর।’

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের সহ-সম্পাদক বলরাম পোদ্দার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সদস্য চিত্তরঞ্জন দাস, জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার প্রমুখ।



মন্তব্য চালু নেই