সরকারি প্রতিষ্ঠানে অডিট আপত্তি জাতীয় বাজেটের তিনগুণ!

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে অনিষ্পত্তিকৃত অডিট আপত্তির সংখ্যা ৮ লাখ ৫৩ হাজার ৩১৪টি। এসব আপত্তি সংশ্লিষ্ট অর্থের মোট পরিমাণ ৬ লাখ ১৫ হাজার ৬০৬ দশমিক ৩৬ কোটি টাকা, যা বাংলাদেশের জাতীয় বাজেটের প্রায় তিনগুণ!

প্রসঙ্গত, ২০১৪-২০১৫ অর্থবছরে বাংলাদেশের জাতীয় বাজেট ছিল ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।

মঙ্গলবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে সংসদ সদস্য মুহিবুবর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদকে এ তথ্য জানান।

তিনি জানান, আপত্তিকৃত অডিট আপত্তিগুলো জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটিতে আলোচনা করা হয়। কমিটি কর্তৃক অনিষ্পত্তিকৃত অডিট আপত্তিগুলো যাচাই করে প্রযোজ্য ক্ষেত্রে নির্বাহী কর্তৃপক্ষেকে অর্থ আদায়ের জন্য অনুশাসন দেয়া হয়। এসব অর্থ সাধারণত আপত্তি সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান হতে আদায় করা হয়। বিভিন্ন আইন ও সরকারি বিধি-বিধানের আলোকে এ সব অর্থ আদায়ে নির্দেশনা দেয়া হয়। প্রয়োজনে অর্থ আদায়ে মামলা দায়ের এবং গণদাবি আইন -১৯১৩ প্রয়োগ করার জন্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি হতে অনুশাসন দেয়া হয়।

এছাড়া ও দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় সভায় আলোচনার মাধ্যমে এসব অনিষ্পত্তিকৃত আপত্তির অর্থ আদায়ে প্রক্রিয়া চলমান রয়েছে।

আরেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে সর্বোচ্চ ১০টি মুনাফা অর্জনকারী বাংকের মুনাফা পরিমাণ ১০ হাজার ৫ শত ২ কোটি ২৯ লাখ টাকা।

উল্লেখ্য, ২০১৪ সালে ব্যাংকিং খাসে অর্জিত মোট মুনাফার পরিমাণ ২১ হাজার ২ শত ৬৫ কোটি ৮৯ লাখ টাকা।
মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী শীর্ষ ১০ মুনাফা অর্জনকারী ব্যাংকের মধ্যে যথাক্রমে রয়েছে- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ১ হাজার ৭৪২ কোটি ৩২ লাখ টাকা। ইসলামী ব্যাংক ১ হাজার ৬২১ কোটি ২১ লাখ টাকা। অগ্রণী বাংক ১ হাজার ১০২ কোটি ২৯ লাখ টাকা। জনতা ব্যাংক ১ হাজার ৫২ কোটি ৭৪ লাখ টাকা। এইচএসবিসি ব্যাংক ৯ শত ৬৯ কোটি ৭৪ লাখ টাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৮ শত ৮৫ কোটি ৬০ লাখ টাকা। সোনালী বাংক ৮ শত ৫৫ কোটি ৯৯ লাখ টাকা। সাইথইস্ট ব্যাংক ৮ শত ২৮ কোটি ৯৯ লাখ টাকা। পূবালী ব্যাংক ৭ শত ৬৯ কোটি ৮০ লাখ টাকা। এবি ব্যাংক ৬ শত ৯২ কোটি ৭৫ লাখ টাকা। মোট ১০ হাজার ৫ শত ২০ কোটি ২৯ লাখ টাকা।

রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে বেসিক ব্যাংক লিমিটেড লোকসানে রয়েছে।



মন্তব্য চালু নেই