‘সরকারি দলের ইচ্ছা পূরণে ইসি গঠন করলে জনগণ মানবে না’

সবার কথা শুনে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাত ৯টায় গুলশান কার্যালয়ে জিয়া পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

খালেদা জিয়া বলেন, ‘রাষ্ট্রপতির কাছে আশা করবো- তিনি সবার কথা শুনে একটি সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন করবেন। তিনি (রাষ্ট্রপতি) কোনো দলের নন, তিনি দেশের।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতির উচিত সবার কথা শোনা। তিনি কেবল সরকারি দলের ইচ্ছা পূরণে নির্বাচন কমিশন গঠন করলে দেশের মানুষ মানবে না।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব হবে বিচার-বিশ্লেষণ করা। খবর নেয়া- যাদের সার্চ কমিটিতে রাখা হবে তারা নিরপেক্ষ কিনা, মেরুদণ্ড শক্ত করে নির্বাচন কমিশন গঠন করতে পারবে কি না।’

খালেদা জিয়া বলেন, ‘আমাদের লক্ষ্য হলো- নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। জনগণ যেন ভোট দিতে পারে, সেই অধিকার ফিরিয়ে আনব। কামিয়াব আমরা হবোই।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।



মন্তব্য চালু নেই