সরকারি কর্মকর্তাদের যোগাযোগে ‘আলাপন’ অ্যাপস উদ্বোধন

সরকারি কর্মকর্তাদের জন্য মেসেজিং অ্যাপস ‘আলাপন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি বাংলাদেশের নিজস্ব একটি ইনস্ট্যান্ট মেসেজিং ও ভিওআইপি অ্যাপ।

সোমবার সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে এ অ্যাপসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তিনি।

‘আলাপন’ অ্যাপসটি তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ। আইসিটি বিভাগের নিজস্ব এই অ্যাপসের সাহায্যে ১৪ লাখ সরকারি কর্মকর্তা নিজেদের মধ্যে ফাইল লেনদেন, ভিডিও কনফারেন্স ও নানা যোগাযোগ ইন্টারনেটের মাধ্যমে স্বল্প ব্যয়ে করতে পারবেন।

এ অ্যাপসের মাধ্যমে সরকারি কর্মকর্তারা দেশ-বিদেশ থেকে নিজেদের মধ্যে কথোপকথন এবং গোষ্ঠীগত আলাপ বা গ্রুপসেট করতে পারবেন। এছাড়া এই অ্যাপস ব্যবহার করে সহজেই সরকারের নানা নির্দেশনা প্রত্যন্ত এলাকার কর্মীদের কাছে পৌঁছে দেওয়া যাবে।



মন্তব্য চালু নেই