সময় লিখে দেবে কাঠের ঘড়ি [ভিডিও]

লিউনার্দো দ্য ভিঞ্চির শিল্প ও বলবিজ্ঞানের মিশ্রণ ব্যবহারে আশ্চর্যজনক গ্যাজেটগুলি কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটার কোডের চেয়েও বেশি জনপ্রিয়। ২২ বছরের জাপানি এক যুবক উদ্ভাবন করল এমন এক ঘড়ির যে ঘড়ি সময় বলে না কিন্তু লিখে দেয়। ক্যাঙ্গো ‍সুজুকি নামে এই যুবক ঘড়িটির নাম দিয়েছে প্লক।

৪০৭ টুকরো কাঠ দিয়ে হাতে তৈরি করা হয়েছে এই ঘড়িটিতে। ঘড়িটি তার মধ্যস্থলে একটি ক্ষুদ্র প্যানেলের ওপর সময় লিখে দেয়। ঘড়ির ওজনটি নিচে থাকে। যখন কাঠের অংশগুলো সময় লেখার জন্য চলমান হয় তখন চারটি স্টাইলাস পেন ঘড়িটির মধ্যে থাকা প্যানেলে লিখতে সমর্থ হয়। যে প্যানেলটিতে লেখা হয় সেটি একটি চুম্বকের ড্রয়িং বোর্ড।

ক্যাঙ্গো ‍সুজুকি টোকিও ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড ডিজাইনের ছাত্র। জাপানের সংবাদ পত্র উইথ নিউজ অনুসারে সুজুকি বলেছেন, ‘এই ঘড়িটি তৈরি করার পরিকল্পনা থেকে বাস্তবায়ন করতে মোট সময় লেগেছে ৬ মাস।’

টোকিও মেট্রোপলিটন আর্ট মিউজিয়ামে ঘড়িটি প্রদর্শিত হচ্ছে। যদিও পৃথিবীতে এই ঘড়িটি সময় গণনার জন্য উত্তম কোন উদাহরণ নয় তবুও নতুন কোন আবিষ্কারের সংবাদ শোনার জন্য সারা পৃথিবীর মানুষ এখনও জাপানের দিকেই তাকিয়ে থাকে।

 ভিডিওটি দেখুন এখানে…



মন্তব্য চালু নেই