সময় মতোই কঠোর কর্মসূচি

বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপি ধারাবাহিক আন্দোলন কর্মসূচির মধ্যেই আছে। ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত এ সরকারকে নিরপেক্ষ নির্বাচনে বাধ্য করতে সময় মতোই কঠোর কর্মসূচি দেয়া হবে।’

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম শহরের সরদার পাড়া নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এ সরকারের জনগনের কাছে কোনো দায়বদ্ধতা নেই দাবি করে রিজভী বলেন,‘তাই তারা জনগণের দাবি অনুযায়ী সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দিতে ভয় পায়।’

‘বিএনপি গর্জন সর্বস্ব দল’ আওয়ামী লীগের একাধিক নেতার এমন বক্তব্যের জবাবে এই নেতা বলেন,
‘বিএনপি নয়, এ সরকারই বক্তৃতা-বিবৃতির মধ্য দিয়ে টিকে আছে। ভোটার বিহীন এ সরকারের এমপি-মন্ত্রীদের বিবৃতি ছাড়া জনগণকে দেয়ার মতো কিছু নেই। এ সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’

রিজভী বলেন, ‘বিএনপি ধারাবাহিক আন্দোলন কর্মসূচির মধ্যেই আছে। খুন, মামলা সত্ত্বেও নেতা-কর্মীরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সরকারের সব গণবিরোধী নীতি ও আইনের বিরুদ্ধেও সোচ্চার রয়েছে। তবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সময়মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ ধৈর্য্যহারা হলে এক পর্যায়ে আন্দোলনের মাধ্যমে এ সরকার পদত্যাগে বাধ্য হবে।’ তিনি অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি জানান।

এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক এমপি উমর ফারুক, সহ সভাপতি মোস্তাফিজার রহমান, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই