সম্প্রচার নীতিমালা স্থগিতের রিট আদালতের কার্যতালিকা থেকে বাদ

জাতীয় সম্প্রচার নীতিমালার স্থগিত করার রিট আবেদনটি আদালতের কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। একই সঙ্গে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে যে রিট আবেদন করা হয়েছিল সেটিও কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদন দুটি করেছিলেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

শুনানি শেষে আদালত দুটি রিটের কার্যক্রম আদালত থেকে বাদ দেন। এদিন আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন ইউনুস আলী আকন্দ। রিট আবেদনের বিরোধীতা করে আদালতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।



মন্তব্য চালু নেই